মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

বৃক্ষ ও মানব : ফারজানা হোসেন ফারজু

বৃক্ষ ও মানব

প্রতিদিন খুব ভোরেই উঠে যান রহমান সাহেব। তাড়াহুড়ো করে নাস্তা খান তিনি।সখের টবে লাগানো গাছ টাতে পানি দিতে কখনো ভুল করেন না। কাধে ব্যাগ ঝুলিয়ে হো হো করে গাড়ি নিয়ে অফিস যান। বাসায় নতুন বৌ লিলি ৩ মাসের অন্তঃসত্ত্বা।  অফিস থেকে বারবার ফোন করে লিলির খোজ নেন।মাঝে মাঝে গাছটির কথাও জিজ্ঞাস করেন।" রোদ পড়েছে কিনা? টব টা কাত পড়ে গেল কি না?" লিলি প্রায়ই বিরক্ত হয়ে যায়। অফিস থেকে বাসায় এসেই শুরু করে জেরা। লিলি পরিমাণ মত পানি পান করল কিনা? ঔষধ খাচ্ছে তো? হেটেছে কিনা? রাতে শুতে গেলেই লিলির বকবক শুরু হয়। আমাদের বাবুটা কেমন হবে? দেখতে কার মত? তোমার নাকি আমার? কি নাম দেব তার? এটা কি ছেলে না মেয়ে? কদিন পর থেকে লিলির মাথায় নতুন ভুত চেপেছে। বাবুর নাম ঠিক করবে। দুজনে মিলে সুন্দর একটা নাম ঠিক করল। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন টি এলো। লিলির কোল জুড়ে সুন্দর ফুটফুটে একটা ছেলে এলো। লিলি কে নিয়ে দৌড়াদৌড়ি তে ব্যাস্ত রহমান। এক সপ্তাহ তারা হাসপাতালে ছিল। এবার তাদের প্রথম কাজ বাবুর নাম রাখা। মা বাবার পছন্দের নাম টি রাখল। পরদিন রহমান ও লিলির ছেলেটি তাদের রেখে চলে গেল। ছেলের সবকাজ শেষ করে বাসায় ফিরল তারা। ঘর দোর ঘুছিয়ে বারান্দায় আসে লিলি। গাছ টা কেমন শুকিয়ে গেছে।  গাছে পানি দিল কিন্তু কোন পরিবর্তন দেখলোনা। এভাবে এক সপ্তাহ দিল ভাবলো অনেক দিনের পানির অভাবে শুকিয়ে গেছে। একদিন পাশের বাসার এক ভাবি এসে বলল -গাছ টা তো মরে গেছে। পানি দিলেও নাকি লাভ হবে না। বারান্দা পরিষ্কার করার জন্য গাছটা ফেলে দিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন