মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

কাকতালীয় : ফারজানা হোসেন ফারজু

....................কাকতালীয়................ F
হঠাৎ কোন এক ব্যাস্ত দুপুরে শিমুল ও বকুলের পরিচয় হয় তাদেরই এক বন্ধুর বাসায়। বেশ কিছুক্ষণ আলাপ হয় দুজনের।বিদায় বেলায় তারা একে অপরের সাথে ফোন নাম্বার বিনিময় করে। মাঝেমাঝে কথা হয় দুজনের। আলাপচারীতা চলতে থাকে দুজনের। একসময় তারা জানতে পারে তাদের দুজনই ডিভোর্স।  শিমুল ও বকুল নিজেদের মনের মিল উপলব্দি করে। তারা নিঃসঙ্গ জীবনটাকে সঙ্গী দেওয়ার সীদ্ধান্ত নেয়। পারিবারিক ভাবে অনেক আলোকসজ্জার মাঝে একে অপরের হাতে হাত রাখে। শিমুল খুব সহজেই মানিয়ে নেয় বকুল ও তার পরিবার কে। খুব সুখেই দিন কাটে তাদের। হঠাৎ করে শিমুল বকুল কে তার আগের পক্ষকে নিয়ে সন্দেহ করতে থাকে।বকুল হাজার চেষ্টা করেও বুজাতে পারলনা। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া, রাগ, ক্ষোভ,অভিমান সৃষ্টি হতে থাকে। মাঝে মাঝে এসব কেটে তাদের ঘরে ভালোবাসার চাঁদ উকি মারে। শিমুল খুব খুশি থাকে সেই সময়টুকু। সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখি ও ভাগ্যবতি রমণী মনে করে। অথচ ভালোবাসার সময়টুকু খুব একটা দীর্ঘ নয় একদিন অথবা একঘণ্টা। তবুও শিমুল খুশি। সে ভাবে সে পেয়েছে চিরতরে পেয়েছে বকুল কে। কিন্তু না। বকুলের আচরনে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যায় না। আবার শুরু হয় কথা কাটাকাটি।  তারা আলাদা থাকার সীদ্ধান্ত নেয়। পৃথক হয়ে যায় দুজন। পৃথক দিনযাপন করে। দিনের নিষ্ঠুর ব্যাস্ততা তাদের আফিমের নেশার মত ডুবিয়ে রাখে কিন্তু রাত? বাচ্চাদের ঘুমপাড়ানি গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। দুজনেই জেগে থাকে চন্দ্রের অতন্দ্র প্রহরী হয়ে। কেউ বই পড়ে নিজেকে ঘোরের মধ্যে রাখার চেষ্টা করে আর কেউ বাচ্চা বুকে নিয়ে। এভাবেই চলতে থাকে বেশ কিছু বছর।  একপর্যায়ে তারা নিজেদের মত করে নিজেকে ঘুছিয়ে নেয়। হয়তো আজও মাঝে মাঝে রাত জাগে। বকুল একটা বই লিখবে বলে মনঃস্থির করে। বইটা লিখা শেষ হলে প্রকাশ সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য এক প্রকাশনী তে যায়। সেখানে বকুলের চোখে সুন্দর মলাটের এক বই চোখে পড়ে। সে নিষ্ঠুর জীবনের কঠিন বাস্তবতা উপলব্দি করে এই বইয়ের প্রতিটি পাতায়।সে পুলকিত হয় এই বইটি পড়ে। সাথে সাথে লেখক পরিচিতিটা পড়ে ফোন নাম্বার সংগ্রহ করে। বিকেলে নিজের জন্য যে সময়টুকু রেখেছে বকুল সে সময়েই ফোন করে।
হঠাৎ করে শিমুলের ঘুম ভাঙ্গে কোন এক বিরক্তিকর ফোনের আওয়াজে। অনেকটা বিরক্তিনিয়েই ফোন রিচিভ করে।
শিমুলঃ হ্যাল কে?
ওপার থেকেঃ আমি আপনার একজন একনিষ্ঠ ভক্ত। আপনার কি একটা বই প্রকাশ হতে যাচ্ছে?
শিমুলঃ জ্বি, কিন্তু সেটাতো এখনো প্রকাশ হয়নি। আপনি কোথায় পেলেন?
ওপার থেকেঃআমার বই প্রকাশ সংক্রান্ত কথা বলতে গিয়ে আপনার টা চোখে পড়ে।
শিমুলঃও তাই বলুন। আপনার পরিচয়?
ওপার থেকে আমি 'বকুল'
দুজন দুজনের লেখার প্রশংসা করে। এতে করে দুজনেই অনুপ্রাণিত হয়। আগামী তে আরও ভালো লেখার উৎসাহ জাগে।
দুজনেই ঘুমিয়ে পড়ে। আবার উঠে শুরু করতে হবে দৈনন্দিন জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন