শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

অক্টোবরের আটাশ তারিখ
মোশাররফ হোসেন খান
অক্টোবরের আটাশ তারিখ রক্ত ঝরার দিন,
জাতির বুকে তুফান জাগা স্মৃতি অমলিন॥
হায়েনাদের বৈঠা-লাঠি
কাঁপিয়ে গেল দেশের মাটি
জাতির জন্য নর-ঘাতক বড়ই অর্বাচিন।
অক্টোবরের আটাশ তারিখ রক্ত ঝরার দিন॥
সন্তান হারার আহাজারি
আকাশ-বাতাস করছে ভারী
মায়ের বুকে শোকের নহর কষ্ট সীমাহীন।
অক্টোবরের আটাশ তারিখ রক্ত ঝরার দিন॥
আমার ভাইকে মারলো যারা
দেশ-জনতার শত্র“ তারা
শহীদ হলো যেসব ভাই শুধবো তাদের ঋণ।
অক্টোবরের আটাশ তারিখ রক্ত ঝরার দিন॥
এই জনতা জাগলে আবার
ভয় কি আছে দেশ হারাবার?
রক্ত-সাগর টপকে তারা আনবে সুখের চিন।
অক্টোবরের আটাশ তারিখ রক্ত ঝরার দিন ॥ মোশাররফ হোসেন খানের কবিতা
অক্টোবরের আটাশ তারিখ
অক্টোবরের আটাশ তারিখ রক্ত ঝরার দিন,
জাতির বুকে তুফান জাগা স্মৃতি অমলিন॥
হায়েনাদের বৈঠা-লাঠি
কাঁপিয়ে গেল দেশের মাটি
জাতির জন্য নর-ঘাতক বড়ই অর্বাচিন।
অক্টোবরের আটাশ তারিখ রক্ত ঝরার দিন॥
সন্তান হারার আহাজারি
আকাশ-বাতাস করছে ভারী
মায়ের বুকে শোকের নহর কষ্ট সীমাহীন।
অক্টোবরের আটাশ তারিখ রক্ত ঝরার দিন॥
আমার ভাইকে মারলো যারা
দেশ-জনতার শত্র“ তারা
শহীদ হলো যেসব ভাই শুধবো তাদের ঋণ।
অক্টোবরের আটাশ তারিখ রক্ত ঝরার দিন॥
এই জনতা জাগলে আবার
ভয় কি আছে দেশ হারাবার?
রক্ত-সাগর টপকে তারা আনবে সুখের চিন।
অক্টোবরের আটাশ তারিখ রক্ত ঝরার দিন ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন