রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

পরিবর্তনশীল যোজনী ও ইলেকট্রন বিন্যাস


 উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস কেমন হবে তা জাতে হলে কোন শক্তিস্তরে উপশক্তিস্তর কয়টি তা জানতে হবে পথমে।
আমরাজানি,

s =1টি,
p =৩টি, (px, py, pz)
d =৫টি, (pxy, pxz, px^2-y^2, pz^2)
f =7 টি
প্রতিটি উপশক্তিস্তরে সর্বোচ্চ ২ টি ইলেকট্রন থাকতে পারে।

এবার সাধারণ আর উত্তেজিত অবস্থার কিছু সহজ পার্থক্য দেখেই বিষয়টি বুঝে নিতে পারবেন-
C= 1s2  2s2  2p2
এখানে শেষ অরবিটাল 2p2 বুঝায় যে p এর তিনটি উপস্তরের প্রথম দুইটি অর্থাৎ px ও py তে ১ টি করে ইলেকট্রন আছে কিন্তু pz ফাকা বা শূণ্য।
উত্তেজিত অবস্থায় 2s2 এর একটি ইলেকট্রন উক্ত pz স্তরে স্থানান্তরিত হবে, তখন বিন্যাসটি হবে,
C*= 1s2  2s1  2px1 2py1 2pz1

এখানে লক্ষ্য করুন, উত্তেজিত অবস্থায় শুধুমাত্র একই অরবিটের অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যাসিত হয়, অর্থা 1s থেকে কখনো ২s এ যাবেনা।

এটা হলো সিম্পল নিয়ম, এবার একটু অন্যরকম একটা দেখি....
F= 1s2, 2s2, 2p5 (এখানে ২px 2টি, ২py 2টি, ২pz 1টি)
আগের নিয়মানুযায়ী উত্তেজিত অবস্থায় 2s থেকে একটি ইলেকট্রন বিচ্যুত হয়ে ২pz এ যাওয়ার কথা, কিন্তু যদি এমনটা হয় তাহলে এর শেষ স্তর পূর্ণ হয়ে যাবে অথচ 2s  1টি হয়ে যাবে। কিন্তু হুন্ডের নীতি অনুযায়ী নিম্নস্তর খালি রেখে উচ্চস্তর পূর্ণ হতে পারেনা। অর্থাৎ এক্ষেত্রে উত্তেজিত অবস্থায়ও ইলেকট্রন বিন্যাস অপরিবর্তিত থাকবে, উল্লেখ্য যে এসকল ক্ষেত্রে আলাদা বিন্যাস উল্লেখ করা হয়না।

বুঝতে সমস্যা হলে মন্তব্যে জানাতে পারেন, অথবা অন্যকোন উদাহরণ দিয়ে বুঝতে চাইলেও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন